নিজস্ব প্রতিবেদক:
'পর্যটন শান্তির সোপান' এ স্লোগান সামনে রেখে জামালপুরে পালিত হয় বিশ্ব পর্যটন দিবস।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শহর পদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম ইফতেখার ইউনুছের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, পর্যটন উদ্যোক্তা শামীম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে পর্যটন শিল্পের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতূয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।
সভায় বক্তার বলেন ভারতীয় সীমান্ত ঘেষা গারো পাহাড়ের নৈঃসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ এবং যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত জামালপুরে পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পৃষ্টপোষকতার অভাবে এ শিল্পটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যাচ্ছে না।
বক্তারা বিভিন্ন বেসরকারি উদ্যোগে পরিচালিত পার্কগুলোতে সরকারি পৃষ্টপোষকতার আহ্বান জানান। তারা পর্যটন শিল্পের উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো নিরসনে সরকারি উদ্যোগ গ্রহণের দাবী জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন