প্রায় দেড় যুগ ধরে কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদ আলম কর্তৃক কুটামনি সরঃ প্রাথঃ বিদ্যালয়ের পুকুর লিজের টাকা আত্মসাৎ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক \ 

অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় দেড় যুগ ধরে কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদ আলম নিয়ম বহির্ভূতভাবে অনেকটা জোর-জবরদস্তি কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর লিজের টাকা আত্মসাৎ করে চলেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতাধীন ১০শতাংশ জমির উপর অবস্থিত এ পুকুরের লিজের টাকা কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকুলে জমা হওয়ার কথা থাকলেও তা না করে সম্পূর্ণ অবৈধভাবে তা আত্মসাৎ করে আসছেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদ আলম।

অথচ এ বিষয়ে বিগত ১৩/০৩/২০২২ইং সালে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলসহ এলাকাবাসী। তারা অনতিবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!