বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুমনুর করিম

নিজস্ব প্রতিবেদক \

বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম। দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় জামালপুর জেলার একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বলা বাহুল্য বিগত দিনে অপ্রাতিষ্ঠানিক আচরণ, ব্যক্তিস্বার্থ, দুর্নীতি, রাজনৈতিক আধিপত্যসহ বিভিন্ন কারণে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সুনাম ক্ষুন্ন হয়েছে ব্যাপকভাবে। আমি এই ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করে যাবো। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা সর্বমোট ৬শ ৩২ জন।

শিক্ষক সংখ্যা সর্বমোট ১৯জন। তন্মধ্যে প্রধান শিক্ষক রজব আলী সাময়িক বরখাস্ত হওয়ায় এবং কৃষি শিক্ষক সাদিকুন্নাহার দীর্ঘ দেড় বছর ধরে ছুটি নেওয়ায় বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা-১৭জন। আমরা সকলে মিলে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে একটি স্বচ্ছ-সুন্দর পরিবেশ আর শিক্ষার মানের নিশ্চয়তা বিধানে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবককে সচেতন করতে পারলেই কেবল শিক্ষার মানে আমূল পরিবর্তন করা সম্ভব। তাই সেদিকে গুরুত্বারোপ করা হচ্ছে। আমরা বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশের উপর আমরা যথাযথভাবে তৎপরতা বৃদ্ধি করতে যাচ্ছি। তবে বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় শিক্ষকদের অনুশাসনের বিকল্প নেই। আমরা শিক্ষকরা পিতৃস্নেহে একজন শিক্ষার্থীকে শিক্ষাদান করে থাকি। তরে বিশেষ পরিস্থিতিতে শাসনের অধিকার যদি শিক্ষক সমাজের না থাকে তবে বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষা সত্যিই কঠিন বিষয়। এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল ও বার্তা সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)