বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলীকে সাময়িকভাবে বরখাস্ত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান  শিক্ষক সুমনুর করিমকে দায়িত্ব প্রদান

সুমনুর করিম

নিজস্ব প্রতিবেদক \

বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রজব আলীকে সাময়িকভাবে বরখাস্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান শিক্ষক সুমনুর করিমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে গত ১১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ০৫.৪৫.৩৯৩৬.০০৭.৩৬.০০৭.২৩-১১৬২নং স্বারক মূলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সাময়িক বরখাস্ত এবং দায়িত্ব অর্পণ করা হয়।

এই অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর এর জনাব সুমনুর করিম, সহকারী প্রধান শিক্ষক গং প্রধান শিক্ষক জনাব মোঃ রজব আলীর বিরুদ্ধে অশালীনতা, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তাকে অত্র কার্যালয়ের ২৫-০৮-২০২৫ খ্রি. তারিখের ৪৫.৩৯৩৬.০০৭.৩৬.০০৭.২৩-১০৭১নং স্মারকমূলে ১০(দশ) কার্যদিবসের মধ্যে লিখিত জবার প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

কিন্তু তিনি কারণ দর্শানোর জবাব প্রদান না করে গত ০৮-০৯-২০২৪ খ্রি. তারিখে ৩০ (ত্রিশ) দিন সময় বর্ধিতকরণের জন্য নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন দাখিল করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সময় বর্ধিতকরণের সুযোগ না থাকায় উক্ত অভিযোগসমূহের তদন্তের জন্য এ কার্যালয়ের ১১-০৯-২০২৪ খ্রি. তারিখের ০৫.৪৫.৩৯৩৬.০০৭.৩৬.০০৭.২৩-১১৬২নং স্বারকে তদন্ত কমিটি গঠন করা হয়।

০২। এমতাবস্থায়, তদন্তকালীন সময়ে প্রধান শিক্ষক জনাব মোঃ রজব আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমনুর করিমকে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)