দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি ডিএফপি তালিকাভুক্ত হওয়ায় হকারদের আনন্দ প্রকাশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \ 

জামালপুরের নিয়মিত প্রকাশিত প্রচারশীর্ষ ও পাঠকনন্দিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকাভুক্ত হয়েছে শুনে আনন্দ প্রকাশ করেন পত্রিকার অন্যতম চালিকাশক্তি হিসেবে খ্যাত হকার সমাজ। এই খবর যেন তাদের মধ্যে প্রাণসঞ্চার করে। সবাই পত্রিকার সৌজন্য টিশার্ট পড়ে বের করেন আনন্দর‌্যালি। একে অন্যকে মিষ্টি খাইয়ে দেন। এ দৃশ্য দেখে আনন্দে অশ্রু চলে আসে খোদ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের চোখে। একটি স্থানীয় দৈনিক পত্রিকাকে হকারশ্রেণি এতটা ভালবাসতে পারে তা সত্যিই বিরল দৃষ্টান্ত। তারা এই পত্রিকার জন্য যে ত্যাগ আর শ্রম দিয়েছেন তারই ফলশ্রুতিতে আজ এই আনন্দ আয়োজন। তাদের এই আয়োজনে বিমুগ্ধ হয়ে জামালপুরের হকার নেতা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)