আমার বাবার স্বপ্নের পত্রিকা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত হলো

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মোঃ আতাউর রহমান সানি \ 

বিগত ২০১৪ সালের ২৯ মার্চ শনিবার হতে জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি যাত্রা শুরু করে। যাত্রার শুরু থেকেই পাঠকরা সাদরে গ্রহণ করে নেয় দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটিকে। আমার বাবার লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সত্য ও ন্যায় সংবাদ প্রকাশের দৃঢ় অঙ্গীকার নিয়ে পথ চলার। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে পুঁজি করে সুর্দীঘ ১১টি বছর পর গত ৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত হলো। এই ১১ বছরের পথচলা কিন্তু মোটেই সহজ ছিলো না। দিনরাত পরিশ্রমের মাধ্যমে আজ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি জামালপুরের ২৬ লাখ মানুষের মুখপাত্র হিসেবে অবস্থান করে নিয়েছে। সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে পত্রিকাটির নাম। শুধু জামালপুর জেলাতেই নয়, শেরপুর ও টাঙ্গাইল জেলাতে এবং ময়মনসিংহ বিভাগের বাকি জেলাগুলোতেও রয়েছে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সুনাম।

একটি পত্রিকা প্রকাশ করা কতটা কঠিন তা হয়তো বাবাকে না দেখলে বুঝতে পারতাম না। সারাদিন কাজ করার পর রাতে পত্রিকার সকল নিউজ, বিজ্ঞাপন দেখেন তারপর  সেই ফাইল মেকাপ দেওয়ার পর আবার সবকিছু চেক করে ছাপার উপযোগী ও পাঠকদের কথা চিন্তা করে পত্রিকাটি ছাপানোর জন্য প্রেসে পাঠানো হয়। এই সব করতে করতে দেখা যায় রাত ১২টা থেকে ১টা বেজে যায়। ভোর ৫টায় আবার এই পত্রিকাগুলো হকার, পত্রিকার এজেন্ট এবং সকল প্রতিনিধিদের কাছে পাঠিয়ে দেন। আর সবকিছু নিজে থেকে করতে করতেই কেটে যায় আমার বাবার দিনরাত। বিগত ১১টি বছর ভোর ৫টার পর তাকে ঘুমাতে দেখিনি। বাবার কাছ থেকে একটা জিনিস খুব ভালো করে শিখতে পেরেছি তা হলো কালীপ্রসন্ন ঘোষের সেই ‘পারিব না’ এই কবিতাটির মতো ‘পারিব না একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার’। এই কবিতাটি বলার কারণটা হচ্ছে বিগত ২০১৪ইং তারিখ থেকে পত্রিকাটি সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকাভুক্ত করার জন্য বারবার চেষ্টা করতে থাকেন তিনি। সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকাভুক্ত করার জন্য ৮ থেকে ১০ বার আবেদন করা হলেও কোনো লাভ হয়নি। এর পরেও মানসিকভাবে ভেঙ্গে পড়লেও কখনো হাল ছেড়ে দেননি তিনি। ১১টি বছর ধারাবাহিকভাবে পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখেছেন অনেক কষ্ট করে। অনেক কষ্টের পর জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি বিভিন্ন দপ্তরের কয়েকবার করে তদন্ত শেষে গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে পত্রিকাটি সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকাভুক্ত হয়। পত্রিকাটি সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকাভুক্ত হওয়ার পিছনে যারা আমার বাবাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি ও আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ  যেন এমনিভাবে তার সকল স্বপ্ন পূর্ণ করেন। আমিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!