নিজস্ব প্রতিবেদক \
ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেছে, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধানের পর ২০২০-২০২১ অর্থবছরে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগে মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭৭(ক)/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, ভাটারা ইউনিয়ন পরিষদের সদস্য ময়না মিয়া, মোঃ রবিউল ইসলাম, আতিকুর রহমান দুলাল, জাহানারা বেগম, সরিষাবাড়ি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান (৪০) ও সরিষাবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর (৪১) কে আসামী করে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত জামালপুরের দুর্নীতি দমন কমিশনের বিজ্ঞ পিপির মাধ্যমে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ে রুজুকৃত মামলা নং-০১(জামালপুর), তারিখ-২৪/০৪/২০২৪খ্রি. এর এজাহারের কপি গ্রহণপূর্বক মামলাটি স্পেশাল মামলা রেজিস্টারভুক্ত করার আবেদন করেছেন উপ-পরিচালক মলয় কুমার সাহা।
ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদলসহ ৭জনের বিরুদ্ধে দুদকের মামলা
মে ০১, ২০২৪
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন