মাদারগঞ্জ প্রতিনিধি \
জামালপুরের মাদারগঞ্জ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আলোচনা ও ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় ও ইফতার মাহফিলে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। তিনি বলেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাদারগঞ্জ উপজেলা ও তৃণমূল নেতা কর্মীদের ভোটের মাধ্যমে বিজয় লাভ করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আগমী দিনের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাইলী বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। তিনি আরো বলেন আপনাদের ভোটে নির্বাচিত এই তিন জনের জন্য আগামী উপজেলা পরিষদের নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। সকল ভোটারদের ভোট কেন্দ্র আনতে হবে। আপনাদের ভোটের মাধ্যমে তিনজন প্রার্থী কে বিজয় করবেন। সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাইলী বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আশরাফ হোসেন লিটন। উল্লেখ্য গত ২৮ মার্চ বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত বৃহস্পতিবার বিকালে সুখনগরী মির্জা আফিয়া আজম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল শুরু হয়। গত ২৯ মার্চ শুক্রবার বিকালে মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত আলী ও সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার এর সঞ্চালনায় বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শনিবার বিকালে গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জগলুল পাশা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখনের সঞ্চালনায় ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল সোমবার বিকালে আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম তালুকদার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এর সঞ্চালনায় গুনেরবাড়ী মির্জা আজম কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ এপ্রিল মঙ্গলবার বিকালে কডইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুক্তার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান হক এর সঞ্চালনায় মহিষ বাথান আর এম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ এপ্রিল বুধবার বিকালে চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় তেঘরিয়া সাহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ এপ্রিল শুক্রবার বিকালে সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আশরাফ হোসেন লিটনের সঞ্চালনায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষ হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
মাদারগঞ্জে পৌর ও ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় মির্জা আজম এমপি
এপ্রিল ০৬, ২০২৪
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন