জামালপুরে ভুয়া সাংবাদিক ও নম্বরবিহীন মোটরসাইকেলের ছড়াছড়ি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ||
জামালপুরে এখন ভুয়া সাংবাদিক ও নম্বরবিহীন মোটরসাইকেলের ছড়াছড়ি। এসব ভুয়া সাংবাদিক নম্বরবিহীন মোটরসাইকেল দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্থানে প্রেস বা সাংবাদিক লেখা মোটরসাইকেল ও গাড়ি নিয়ে এসব ভুয়া সাংবাদিক চষে বেড়াচ্ছে। নিরীহ জনগণ ও প্রশাসনের স্পর্শকাতর স্থান সমূহে অবাধ বিচরণ তাদের। এদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। অনেকে এসব সাংবাদিকের ভয়ে আতঙ্কিত হয়ে মুখ খুলতে নারাজ। নামসর্বস্ব পত্রিকার এসব সাংবাদিকেরা চাঁদাবাজি, মাদকসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, যে কারণে মূল ধারার সাংবাদিকেরা এখন প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। জেলা ও উপজেলা শহরের রাস্তায় দাপিয়ে বেড়ানো ‘সাংবাদিক’ ও প্রেস’ লেখা গাড়ি, মোটরসাইকেলের মালিক বেশির ভাগই সাংবাদিক নন। নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করতেই তারা সাংবাদিক লেখা গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করছে। এ অবস্থায় মূল ধারার সাংবাদিকেরা এসব ‘সাংবাদিক’ ও ‘প্রেস’ লেখা কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেল আটক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে আহবান জানিয়েছেন। এসব ভুয়া সাংবাদিকের সংখ্যা বর্তমানে কয়েকশত ছাড়িয়েছে। এদের মধ্যে রয়েছে গাড়ির হেলপার, সুপারভাইজার, মোটর মেকানিক, ঘড়ির মেকার, চা বিক্রেতা, হোটেল বয়, স্টুডিওর ফটোগ্রাফার। এদের তালিকায় বর্তমানে বেশ কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবীও রয়েছে। এদের বেশির ভাগই অল্প ও অর্ধ শিক্ষিত। ভূমি অফিস, থানা, সাব রেজিষ্ট্রার অফিস, পাসপোর্ট অফিস, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, ট্রাফিক অফিসসহ বিভিন্ন অফিসে এসব সাংবাদিকদের আনা গোনা লক্ষ্য করা যায়। ডিএফপির অনুমোদনহীন কিছু নাম সর্বস্ব পত্রিকা ও অনলাইনের পরিচয়দানকারী এসব ভুয়া সাংবাদিক সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে অপরাধীকে ছাড়ানোর তদবিরে ব্যস্ত থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, প্রাইভেটকার ও মোটর সাইকেল এবং বড় বড় ক্যামেরা নিয়ে তাদের কাছে বিভিন্ন অজুহাতে মাসোহারা চায়। তাদের চাহিদা মোতাবেক কোন অর্থ না দিলে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। জানায়, এসব সাংবাদিকরা কোন সংবাদ লিখতেও পারে না। মোটর সাইকেলের সামনে সাংবাদিক লিখে জেলা জুড়ে দাপিয়ে বেড়ানোসহ বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করায় তাদের মূল উদ্দেশ্য। মটরসাইকেলে প্রেস বা সাংবাদিক লেখা থাকার কারণে সেই মোটরসাইকেল পুলিশে আটকায় না। তাই এরা একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। তাই এ ব্যাপারে জামালপুর জেলার সচেতন মহল জামালপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)