আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১নং কেন্দুয়া ইউনিয়নের ৮টি ভোট কেন্দ্রে সর্বমোট ৩১ হাজার ৬ শত ৭৫ জন পুরুষ—মহিলা ভোটার ভোট প্রদান করবেন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ৮টি ভোট কেন্দ্রে সর্বমোট ৩১ হাজার ৬ শত ৭৫ জন পুরুষ—মহিলা ভোটার ভোট প্রদান করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অস্থায়ী), ভোট কেন্দ্রে কেন্দুয়া দক্ষিণ শেখপাড়া, সোনাকাতা, কেন্দুয়া পন্ডিতপাড়া, গোপালপুর এলাকার ৫ হাজার ২ শত ২২ জন পুরুষ ভোটার ভোট প্রদান করবেন। বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়া ভোট কেন্দ্রে কেন্দুয়া দক্ষিণ শেখপাড়া, সোনাকাতা, কেন্দুয়া পন্ডিতপাড়া, গোপালপুর এলাকার ৫ হাজার ৭ শত ৮৫ জন মহিলা ভোটার ভোট প্রদান করবেন। চর মৌহাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মৌহাডাঙ্গা কেন্দ্রে চর জালালেরপাড়া ও চর মৌহাডাঙ্গা এলাকার ১ হাজার ২ শত ৮২ জন পুরুষ ও ১৩ শত ১৭ জন মহিলা ভোটার সর্বমোট ২ হাজার ৫ শত ৯৯ জন পুরুষ — মহিলা ভোটার ভোট প্রদান করবেন। কুটামনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কুটামনি পূর্বপাড়া, কুটামনি পশ্চিমপাড়া, কুটামনি মধ্যপাড়া এলাকার ২ হাজার ৯ জন পুরুষ ও ২ হাজার ১ শত ৪২ জন মহিলা সর্বমোট ৪ হাজার ১শত ৫১ জন পুরুষ—মহিলা ভোটার ভোট প্রদান করবেন। নারিকেলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কুমারপাড়া, নারিকেলী, পটিকা, ফতেপুর, গহেরপাড়া, নিশিন্দি এলাকার ২ হাজার ২ শত ৮ জন পুরুষ ও ২ হাজার ৪ শত ৬১ জন মহিলা সর্বমোট ৪ হাজার ৬ শত ৬৯ জন পুরুষ—মহিলা ভোটার ভোট প্রদান করবেন। নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধোপাকুড়ি, নাকাটি এলাকার ১ হাজার ৪ শত ২৮ জন পুরুষ ও ১ হাজার ৫ শত ৫২ জন মহিলা ভোটার সর্বমোট ২ হাজার ৯ শত ৮০ জন পুরুষ—মহিলা ভোট প্রদান করবেন। কোজগড় নবরত্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাঁচাসড়া, কালাবহ, কোজগড়, মঙ্গলপুর, পারপাড়া, বিচতিয়াপাড়া, বিনন্দেরপাড়া ও মোল্লাপাড়া এলাকার ৩ হাজার ৬০ জন পুরুষ সর্বমোট ৩ হাজার ৬০ জন পুরুষ ভোটার ভোট প্রদান করবেন। জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কাঁচাসড়া, কালাবহ, কোজগড়, মঙ্গলপুর, পারপাড়া, বিচতিয়াপাড়া, বিনন্দেরপাড়া ও মোল্লাপাড়া এলাকার ৩ হাজার ২ শত ৯ জন সর্বমোট ৩ হাজার ২ শত ৯ জন মহিলা ভোটার ভোট প্রদান করবেন।
<!- start disable copy paste –></!->

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)