আগামী ২০ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা ভাটারা সমিতির আয়োজনে ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সংসদীয় আসন ১৪১, জামালপুর—৪, সরিষাবাড়ী উপজেলা হতে নব—নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রিন্সিপাল মোঃ আবদুর রশীদ এম.পি মহোদয়কে ভাটারা নাগরিক কমিটি, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ভাটারা এ.আর. খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় “নাগরিক সংবর্ধনা” দেওয়া হবে। উক্ত “নাগরিক সংবর্ধনা” অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা ভাটারা সমিতির সভাপতি ও ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভনিং বডি সভাপতি আলহাজ¦ মোঃ আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন— বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোঃ হারুন—অর—রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— সরিষাবাড়ী পৌরসভা মেয়র মোঃ মনির উদ্দিন মনির, ইংল্যান্ড বার—এট—ল এর ব্যারিস্টার হাসিব সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন — ঢাকা ভাটারা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করবেন — ভাটারা নাগরিক কমিটির আহবায়ক মোঃ তারিকুল ইসলাম (লিটোল) ও সদস্য সচিব মোঃ সুলতান মাহমুদ।
<!- start disable copy paste –></!->
আগামী ২০ জানুয়ারি ঢাকা ভাটারা সমিতির আয়োজনে নব—নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রিন্সিপাল মোঃ আবদুর রশীদ এম.পি এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান
জানুয়ারী ১৯, ২০২৪
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন