বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
বকশীগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।
সোমবার ( ১১ ডিসেম্বর) সকালে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিচর জিগাতলা নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ওই পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মোঃ কালা মিয়া জানান, একই গ্রামের আসাদুল হক,  মিনাল মিয়া, শিলা পারভিন গং এর সাথে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ৪ ডিসেম্বর বিকালে অভিযুক্তরা দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে গালি গালাজ করে। আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী রোবিনা বেগম কে অভিযুক্তরা শারীরিক ভাবে নির্যাতন করে এবং তাকে হত্যার চেষ্টা করে একই সঙ্গে তারা আমার ঘরে ঢুকে ট্রাংকের তালা ভেঙ্গে কৌশলে ৩লক্ষ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় হামলা কারীরা আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
স্থানীয়রা আমার আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভোগছি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। সংবাদ সম্মেলনে তার পরিবারে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)