মো জাকির হোসেন অপু |
কাইয়াঁর অঙ্গ চাটিতে চাটিতে।
পরিষ্কারের বানীতে, লোহিত ঠোঁট খানি।
ধারনে ধারে ধরিলো শ্যামা রুপ।
তোমার রুপে এ কি বর্ণ?
কি দেখিলাম আমি?
আসলে বলত তুমি কে?
কাইয়াঁ না ছায়া?
হাসিয়া কহিলো মহা মায়া
ওরে নির্বোধ।
এত রং ঢং কিসের?
আমি কাইয়াঁর রুপে ছায়া গড়ি
গড়ি মহাকাশ, অতল সাগর।
অনবরত মিথ্যা বনে
কাইয়াঁ প্রেমে ছায়ার চাদর।
জপিলা তুমি শুনিতে মন।
প্রশ্ন আপন ঘরে?
শুনিলাম আমি তোমার কাছে
কে আমি?
কাইয়াঁ না ছায়া?
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন