মো জাকির হোসেন অপু |
এই না জালে জড়িয়ে গলুই
গড়ান তলে প্রায়।
লাফিয়ে উঠে বোয়াল ফিছে
ডিঙ্গার কি উপায়?
মানে…….?
আমি গাজী পাঁচ আনা
আমার কাছে আসতে মানা।
জালের গিঁটে টেংরা,পুটি
গাজী পাঁচ আনাতে হাসে।
বোয়াল তুমি যতই লাফাও
দশ আনাটাই মিছে।
ধকল দেহ খাটিয়ে যাত্রা
সোনায় মোড়ানো ভাতে।
পুটির জালে বোয়াল ফুরালো
নিশির তমা ঘাটে।
বেঁচবো পুটি পাঁচ আনাতে,
টেংরা কাটা চারে।
বোয়াল—মৃগেল ট্যাঁটায় কেচি
পাঁচ আনারি ধারে।।
ঔ যে বললাম,
আমি গাজী পাঁচ আনা
আমার কাছে আসতে মানা।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন