দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এ আই কর্মীদের সাথে নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

শফিকুর রহমান শিবলী \
১১ ডিসেম্বর সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জামালপুর জেলার নব যোগদানকৃত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ ইউনুছ আলী।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন এ আই কর্মীদের মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা অবহিত হোন এবং এ আই কর্মীদের খামারীদের সরকারী নির্ধারিত মূল্যে কৃত্রিম প্রজনন সঠিকভাবে করার উপরের গুরুত্বারোপ করেন। মাঠ কর্মীদের টিকা সরবরাহ ও জনগণকে টিকা দানে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি। এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাঈম ও বিশিষ্ট ভেটেরিনারি কনসালট্যান্ট ডাঃ মোঃ শফিকুর রহমান শিবলী উপস্থিত ছিলেন। পরে তিনি প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে চিকাজানী ইউনিয়নে খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠান পরিদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)