আজ ১২ ডিসেম্বর সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সরিষাবাড়ী প্রতিনিধি \
আজ ১২ ডিসেম্বর সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর কবল থেকে তৎকালীন জামালপুর মহকুমার সরিষাবাড়ী থানা শত্রু মুক্ত হয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ১১নং সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাবসেক্টর এবং সেক্টর হেড কোয়ার্টার ক্লোজ করার পর সেকেন্ড সেক্টর স্কোয়াড্রন লিডার এম. হামিদুল্লাহ খান যুদ্ধকালীন কমান্ডার নাজিম কোম্পানীকে নির্দেশ দেন। নাজিম কোম্পানীর মুক্তিযোদ্ধারা সন্ধায় চর জামিরা গ্রামে এসে পৌছেন। পরদিন পূর্ব থেকে অবস্থান নেয়া রশিদ, লুৎফর, ফজলুর কোম্পানী মিলে এলাকার রাজাকার আল বদরদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যান। পুরো সরিষাবাড়ী রাজাকার মুক্ত করার মধ্যেই ৪নং আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় মুক্তিযোদ্ধারা হানাদার বাহিসীর প্রতিরোধ মুখে পড়েন। এক পর্যায়ে মুক্তিবাহিনীর হামলা আর প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ১২ জন মুক্তিযোদ্ধাসহ ৪৫ জন গ্রামের সাধারণ মানুষ শহীদ হয়। এদিকে ১১ ডিসেম্বর রাতেই নাজিম কোম্পানী, রশিদ, নূরুল, লুৎফর ও ফজলু কোম্পানীর মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনী সহায়তায় জগন্নাথগঞ্জ ঘাটে যৌথ অভিযান চালান। সারারাতের অভিযান ও সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধারা সকল পাক সেনাদের পাকড়াও করকে সক্ষম হন। পরদিন ১৩ ডিসেম্বর ভোরে মিত্রবাহিনীর হাতে তাদের হস্তান্তর করা হয়। ওইদিনই এলাকার রাজনৈতিক ব্যাক্তবর্গের সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক গন ময়দানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সরিষাবাড়ী থানা শত্রু মুক্ত ঘোষনা করেন। সরিষাবাড়ীর আকাশে বাতাসে ধ্বণিত হতে থাকে বিজয়ের গান। উল্লাসে মেতে উঠে মুক্তিকামী মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)