দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জামালপুরের ৫ টি আসনে ২৬ জন থাকছেন নির্বাচনে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক \
জামালপুরের ৫টি সংসদীয় আসনে প্রথমে রিটার্নিং অফিসার ২৫ প্রার্থীকে বৈধ ঘোষণা করলেও পরবর্তীতে আপিলে আরও ৪ প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা ফিরে পান। ১৭ ডিসেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানানোয় সর্বশেষ ২৬ বৈধ প্রার্থী নির্বাচনে রয়ে গেলেন। জামালপুর—১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনে চুড়ান্ত প্রার্থী ৪ প্রার্থী হচ্ছেন, আ.লীগের নূর মোহাম্মদ, জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন এবং তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা। জামালপুর—২ (ইসলামপুর) আসনের চুড়ান্ত ৫ প্রার্থী হচ্ছেন, আ.লীগের ফরিদুল হক খান, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু, স্বতন্ত্র জিয়াউল হক জিয়া এবং শাহজাহান আলী মন্ডল। জামালপুর —৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের প্রার্থীরা হচ্ছেন, আ.লীগের মির্জা আজম, জাতীয় পার্টির মীর শামসুল আলম জেপির নজরুল ইসলাম। এই আসনে জাকের পার্টির জয়নাল আবেদীন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। জামালপুর —৪ (সরিষাবাড়ী) আসনের প্রার্থীরা হচ্ছেন, আ.লীগের মাহবুবুর রহমান, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আব্দুর রশীদ, স্বতন্ত্র ডা. মুরাদ হাসান (বর্তমান সংসদ সদস্য), জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, তৃণমূল বিএনপির সাইফুল ইসলাম এবং বিএনএফ’র তারিখ মাহাদী। এখানে প্রত্যাহার করেছেন জাকের পার্টির এসএম রবিউল ইসলাম। জামালপুর —৫ (সদর) আসনের প্রার্থীরা হচ্ছেন, আ.লীগের আবুল কালাম আজাদ জাতীয় পার্টির জাকির হোসেন, স্বতন্ত্র রেজাউল করিম রেজনু এবং আবু সায়েম সাদাতউল করীম (বাংলাদেশ কংগ্রেস), বাবর আলী খান (জেপি), রফিকুল ইসলাম (এনপিপি), সাবিরুজ্জামান (বিএসপি)। এখানে প্রত্যাহার করেছেন জাকের পার্টির মুনিরুল হক নোবেল। জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন কর্মকাণ্ড সফল করতে আমাদের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)