কবিতা : লাল বাক্স । কবি : মো জাকির হোসেন অপু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মো জাকির হোসেন অপু

কোকিল ডাকলেই বসন্ত নয়।
পথের পাশে ধূলো বালিতে সাজানো,
মরিচাধরা লাল রঙের বাক্সতে
চিঠিটা পোষ্ট করার পূর্বে লিখে ছিলাম।
কোকিল ডাকলেই বসন্ত নয়।

বসন্ত হবে সেই দিন।
যে দিনের অপেক্ষায় থাকা,
প্রিয়দের কাছে, ঐ বাক্স থেকে
হলুদ খামে বয়ে আসা চিঠি।
বলবে………….!
ও হে যুবক তুমি আজ আর বেকার নও।

বসন্ত হবে সেই দিন।
যে দিন সমার্বতনে পাওয়া,
ঐ কালো রঙের মুকুটের
আকাশে ছুড়ে দেওয়া হাসি।
বলবে………….?
ও হে যুবক তোমাকে আর,
পানের দোকানের হাসিতে হাসতে হবে না।

আর সেই দিনের রক্তিম সূর্য,
নিয়ে আসবে এক নতুন পৃথিবী।
যেখানে থাকবেনা কোন
না পাওয়ার আকুতি,
অর্থ উপার্জনের নিম্নমানের আত্মচিৎকার।
থাকবে না কালো মেঘের মত সকল চিন্তা,
থাকবে শুধু দারিদ্রহীন আনন্দ।
আর থাকবে বুকভরে নিঃস্বাসশ নেওয়ার সময়।
তখনই নেমে আসবে বসন্ত।

তাই আবারও বলি,
কোকিল ডাকলেই বসন্ত নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)