জামালপুরে যুবদল নেতা সোহেল কাজি'র জানাজা নামাজ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার সিদ্দিকুল ইসলাম সোহেল কাজি (৪৫) এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি শহর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন।
সোমবার (১১ডিসেম্বর) দুপুরে বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাহার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু’র পক্ষে বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পৌরসভার কাউন্সিলর মাসুদ করিম, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, মরহুমের বড় ভাই রাশেদুল ইসলাম দুলাল, বেলটিয়া লাল পুকুরপাড় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম দুলাল ও জহুরুল হক দুখু প্রমুখ।
এসময় ইকরামুল হক নবীন, মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিদ্দিকুল ইসলাম সোহেল কাজি আনুমানিক সকাল ৬ ঘটিকার সময় বেলটিয়া এলাকায় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি ফতেপুর এলাকার মৃত আব্দুল রহিম কাজি’র ছোট ছেলে। মরহুম সিদ্দিকুল ইসলাম সোহেল কাজি দীর্ঘদিন যাবত বেলটিয়া এলাকায় স-পরিবারে বসবাস করে আসছেন। মৃতকালে তিনি দুই মেয়ে সন্তানসহ অনেক গুনাগাহী রেখে যান। জানাজা নামাজ শেষে তাকে নারিকেলি ফতেপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার মুসুল্লিগন অংশ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)