আসন্ন জাতীয় সংসদ নিবার্চন জামালপুর-৪ সরিষাবাড়ীতে লড়াই হবে তিনে তিন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সরিষাবাড়ী প্রতিনিধি \
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে জামালপুর—৪ সরিষাবাড়িতে এবার যদিও মনোনয়ন ফরম ক্রয় করেন ৯ জন। শেষমেশ বৈধতা পায় ৭ জন। মূলত লড়াই হচ্ছে তিনে তিন। আর সেই তিন জন হলেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি, বলা চলে সফল তথ্য সম্প্রচার ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান (ঈগল) আওয়ামী দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা) এবং অপরজন ঢাকাস্থ তেজঁগা থানা আওয়ামী লীগের সভাপতি তেজঁগা কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদ (ট্রাক)। অবশ্য গত দু তিন ট্রাম সরিষাবাড়ী সহ সারা দেশের ভোটারেরা জাতীয় নির্বাচনে শান্তিমত ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিবে এমন স্ফুর্টি স্ফুর্টি লাগছে ভোটারদের মাঝে। সরিষাবাড়ীর ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার এবার ভোটার ২ লক্ষ ৮৯ হাজার ২শত ৬১ জন। ধারনা করা হচ্ছে মোট ভোটারে প্রায় ৫০ শতাংশ ভোটার বিএনপি বা অন্যান্য সমমনা দল গুলোর। যে যাই বলুক না কেন হিসেব হবে পুরো ভোটের। গত কয়েক দিনের মাঠ পর্যায়ে জরিপে দেখা যাচ্ছে মাঠে তিন প্রার্থীর কেউ কারোর চেয়ে কম অবস্থানে নেই। কোথাও নৌকা কোথাও ঈগল আবার কোথাও ট্রাক এগিয়ে। সর্বপুরি অবস্থান বুঝা যাবে আগামী ২৯ বা ৩০ তারিখের পর থেকে। দেশের অন্যান্য আসনের অবস্থান সরিষাবাড়ী থেকে বুঝা যাবেনা। সরিষাবাড়ী বসে সরিষাবাড়ীর অবস্থান বুঝা যায়। তবে পার্শ্ববর্তী জামালপুর—৫ জামালপুর সদরের অবস্থানটা কিছুটা অনুধাবন করা যাচ্ছে। সে মোতাবেক সরিষাবাড়ীর অবস্থানটা নির্ভর করছে পুর্বের জনপ্রিয়তা থেকে। সরিষাবাড়ীর ভোটারেরা জেলার অন্যান্য আসনের চেয়ে ভিন্ন। তার প্রমান অতীতেও দেখা গেছে। আজ যার অবস্থান ভাল কাল তার অবস্থান খারাপ হতে সময়ের ব্যাপার মাত্র। সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান একজন তুখুড় রাজনীতিবীদের সন্তান। তাছাড়া তিনি পুর্বে আরো তিন তিনবার জাতীয় নিবার্চন করেছেন। দুইবার নিজের জন্য আরেক বার জাতীয় পার্টির জন্য। গত ২ বছর আগে নারী সংক্রান্ত এক ঘটনায় একটু ভুলের কারনে আজ তার প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবেই অনেকেই তার সাথে প্রতিদ্বন্ধিাতা করার সাহস পাচ্ছে। ঐ ভুল টুকু না করলে আজ সরিষাবাড়ী কোন প্রার্থীই তার সাথে টক্কর দেবার মত কেউ ছিলনা। বাকী দুই প্রার্থী একজন নৌকা এবং অপরজন ট্রাক প্রতিকধারী দু জনেই নতুন। অবশ্য নির্বাচনের অভিজ্ঞতা তাদের কম। কথায় বলে উস্তাদের মাইর শেষ রাতে। অপর দিকে অপর দুই প্রার্থীর একজন তেজঁগা থানা আওয়ামী লীগের সভাপতি যিনি লড়ছেন ট্রাক প্রতিক নিয়ে। তিনি টাকার দিক দিয়ে বাকী দুজনের চেয়ে এগিয়ে। কথায় বলে টাকা হলে বাঘের চোখও মিলে। যদি ভোটারেরা টাকার দিকে চায় তাহলে তার সাথে অপর দুইজন ফেল। পক্ষান্তরে নৌকার প্রার্থী তিনিও টাকা দিক দিয়ে কম নয়। যদি মন মানষিকতা চেইঞ্জ করে বলে ভোটারদের টাকা খাওয়াইলাম তাহলে ভোটারদের মোড় ঘুরতে কতক্ষন। সর্বপুরি কথা এবারের নির্বাচন অতীতের নিবার্চনের চেয়ে একটু ভিন্ন। যদিও বিএনপি নির্বাচনের মাঠে নেই। দুই স্বতন্ত্র ও নৌকার প্রতিদ্বন্ধির মধ্যে তুমুল লড়াইয়ে হবে এবারের নিবার্চন।
<!- start disable copy paste –></!->

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)