নিজস্ব প্রতিবেদক \
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।
৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকা থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন খান গণসংযোগ ও পথসভা করেন। দলীয় সুত্রে জানা যায়, সকাল থেকে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা ডাকপাড়া এলাকায় জড়ো হতে থাকে। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেষ্টা ইউনিয়ন হয়ে সদর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা জাতীয় পার্টির নেতা আনিছুর রহমান মানিক, খোকন মিয়া, জাতীয় যুবসংহতির নেতা মেহেদী হাসান সুলতান, ছাত্র সমাজের নেতা সুপ্ত খানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন খান বলেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তিনি পরিবর্তন করেছেন যোগাযোগ ব্যবস্থার। জাতীয় পার্টির সাধারণ জনগনের কথা বলেন। জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি সাধারণ জনগনকে সাথে নিয়ে এই সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
জামালপুরে জাতীয় পার্টিরনেতা জাকিরের মোটরসাইকেল শোডাউন
সেপ্টেম্বর ৩০, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন