মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মঞ্জুরুল করিম, প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল কবির। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চরপাকেরদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল কহ, শ্যামল ছায়া মডেল হাইস্কুল প্রধান শিক্ষক আলহাজ্ব নজমুল হক, ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝ ক্রেস্ট বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন