নিজস্ব প্রতিবেদক \
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগানে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে হাজীপুর বয়েস ক্লাব (HBC) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়। টুর্ণামেন্ট শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর—৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুর সভাপতিত্বে ও টুর্ণামেন্ট কমিটির সদস্য এস এম ইকরাম উদ—দৌলা তাপসের সঞ্চালনায় খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ নেন কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব বনাম জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান। পরে কাচারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ২—০ গোলে পরাজিত করে জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান চ্যাম্পিয়ন হয়। জানা যায়, গত ৬ আগস্ট এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে ১৬টি দল অংশ নেয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নুর ইসলাম ও ধারা ভাস্যকার হিসেবে ছিলেন ইমরান হাসান সজিব। খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।
জামালপুরে ফুটবল ফাইনাল খেলায় কামালখান চ্যাম্পিয়ন
সেপ্টেম্বর ২৯, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন