নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে লাহিড়ীকান্দা বাজারে অবস্থিত এ দলীয় কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়।
বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু, ছামিউল হক, মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল প্রমুখ।
বক্তারা বলেন, দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে এ ইউনিয়নে দলীয় সকল কর্মকান্ড আরও একধাপ এগিয়ে গেল। বক্তারা আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন
সেপ্টেম্বর ৩০, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন