নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের আয়োজন করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো: আব্দুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাবেক ট্রেজারার প্রফেসর মাসুম আলম খান, রেজিষ্টার প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইস উদ্দিন, ডেপুটি রেজিষ্টার ভারপ্রাপ্ত গোলাম মওলা প্রমুখ।
এসময় বক্তারা মাদকের ভয়াল গ্রাস থেকে তরুন প্রজন্মের শিক্ষার্থীদের বাচাতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহবান জানান। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি খেলোয়াড়দের মাঝে তুলে দেওয়া হয়।
জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন
আগস্ট ১৫, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন