নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গত ১৩ জুন কেন্দ্রীয় ভাবে অনুমোদিত হয়েছে। অনুমোদিত কমিটিতে জামালপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য হিসেবে ১৩নং মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নাজমুল হক বাবুকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করে গত ৬ জুন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত একটি চিঠি নবনিযুক্ত কমিটির উপদেষ্টা সদস্য মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজমুল হক বাবু’র নিকট পাঠানো হয়েছে। উক্ত চিঠিতে উল্লেখ করা হয় জামালপুর জেলা আওয়ামীলীগকে আরো সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন পরিনত করার লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র, শোষণ—বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে জনগনকে সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ করতে প্রবিধান যোগ্য পরামর্শ প্রদানে আপনি ভূমিকা পালন করবেন। উক্ত চিঠি পেয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজমুল হক বাবু গত ৩ জুলাই জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র হাতে চিঠিটি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটি সদস্য ও মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজমুল হক বাবু বলেন আল্লাহর অশেষ রহমতে আমি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা হতে পেরেছি। এজন্য বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলার রূপকার আলহাজ¦ মির্জা আজম এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা। সেই সাথে আমি যেন আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি সেই জন্য চাই সকলের কাছে সহযোগিতা ও দোয়া।
মেষ্টা ইউপি চেয়ারম্যান বাবু জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মনোনীত হলেন
জুলাই ০৪, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন