নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে ২০২২-২৩ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯মে) দুপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামানীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কপার অতিরিক্ত উপ-পরিচালক মুহাম্মদ হারুনুর রশীদ, মনিটরিং অফিসার খায়রুল ইসলাম, পিপির অতিরিক্ত উপ-পরিচালক ইমরুল কায়েস ও আব্দুল হামিদ প্রমূখ।
আলোচনা শেষে ৩ জন কৃষককের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন