বিএডিসি বীজ উৎপাদন কার্যালয়ে উপপরিচালক আব্দুল আহাদের যোগদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর বিএডিসি (বীজ উৎপাদন) কার্যালয়ে উপপরিচালক হিসেবে মোহাম্মদ আব্দুল আহাদ যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার নবনিযুক্ত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএডিসি (বীজ উৎপাদন) সহকারি পরিচালক বিশ্বকুমার সাহা, বিএডিসি কৃষি নিবন্ধিত চাষী মোহাম্মদ আলী, ফরহাদ আলী, হারুন অর রশীদ, খাদেমুল মুরসালীনসহ বিএডিসি কর্মকর্তা, কর্মচারীগণ। নব যোগদানকৃত উপ পরিচালক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আপনারা সকলেই আমার কাজে সার্বিক সহযোগিতা করবেন। সেইসাথে আমাকে দোয়া করবেন। আমি যেন সবসময় আমার কাজ নিষ্ঠার সাথে করে যেতে পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)