জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে সীমান্ত ও মিনাল নামের সাত বছরের  দুই শিশুর  মৃত্যু হয়েছে।
আজ সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদ্বয়ের পিতা ইব্রাহীম ও শুক্কুর আলীর পরিবারের লোকজন জানায়, আমাদের অজান্তে  বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে দুজন খেলতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী  বিভাগের কর্তব্যরত ডা: সানোয়ারা দুই শিশুর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)