নিজস্ব প্রতিবেদক ।।
কৈশব বান্ধব বিদ্যালয় বাস্তবায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৩ টি জেলায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।
প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।
সোমবার দুপুরে ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের পৌরসভার ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভার আয়োজন করা হয়।ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিয়া মুস্তারী ইভা। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্র্যাকের রাই হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান ও প্রজেক্ট কো- অর্ডিনেটর তাসনিমা ইকবাল । স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ মুনীর হুসাইন খান।এসময় উপস্থিত ছিলেন
জেলা ব্যবস্থাপক হাফিজা খানম। অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার । অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান। বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মোঃ হাবিবুল্লাহ কুরআন তেলাওয়াত করেন।
প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়। বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এড়িয়ে চলার জন্য বলা হয়।
জামালপুরে ব্র্যাকের কৈশব বান্ধব বিদ্যালয় বাস্তবায়ন কার্যক্রম অনুষ্ঠান
মে ০৮, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন