জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।

আমরা সকল কাজই আন্তরিকভাবে করি এই প্রতিপাদকের সামনে রেখে জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠিত জিন হেনরী ডোনাল্ডের ১৯৫ তম জন্মদিন ও বিশ্ব রেডক্রসও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সমাবেশে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক মাসুম রাজা রহিম, কার্য নিবার্হী সদস্য সাখাওয়াত হোসেন তপন, লাইলী বেগম,আজীন সদস্য মোঃ ফজলে এলাহী মাকাম,ইউএলও মোঃ লিয়াকত আলী,ভারপ্রাপ্ত  যুব প্রধান মোঃ সামিউল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা দুর্যোগে ও মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সদা প্রস্তুত হিসেবে কাজ করে, অসহায় ও দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)