মেলান্দহে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩ অর্থ বছরের কার্যক্রম শুরু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
৭ মে রবিবার সারাদেশব্যপী বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী
সাধন চন্দ্র মজুমদার। এর ধারাবাহিকতায়
৮মে সোমবার থেকে মেলান্দহ উপজেলাতে এ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা।
২০২২/২৩ অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় মেলান্দহ  উপজেলায় ৬৯৮৪.০০ মেট্রিক টন চাল ও ১৭২৯.০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৪ টাকা ও প্রতি কেজি ধান ৩০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,  উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান , মেলান্দহ  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিপন হোসেন, কনক অটো রাইস মিল এর স্বত্বাধিকারী মোঃ জহুরুল ইসলাম, ইউনুস আলী ও সাংবাদিক বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)