নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির আঙ্গিনার জমিতে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের তিন শতাংশ জমির লাউগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবারটি। গত ২০ মে শনিবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া (কালিবাড়ী) এলাকার মৃত সফির উদ্দিনের পুত্র কৃষক শারজাহান আলী ময়না ফকিরের বাড়ির আঙ্গিনার জমিতে এ ঘটনা ঘটেছে। কৃষক শারজাহান আলী ময়না ফকির জানান, সংসারে স্বচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে প্রায় ৩ শতাংশ জমিতে বাণিজ্যিক ভাবে লাউয়ের চারা রোপন করেন। তিনি অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন। প্রতিদিনের ন্যায় গত ২১ মে রবিবার ভোরে লাউ ক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি। জমিতে গিয়ে দেখে সবগুলো লাউ গাছের গোড়া কে বা কাহারা রাতের আঁধারে কেটে রেখেছেন। ভুক্তভোগী কৃষক আরোও বলেন, প্রতিদিন ক্ষেত থেকে ১৫—১৬ টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সাথে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ^াস হবে না। এদিকে লাউ গাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
অপরদিকে উক্ত ঘটনার সংবাদ পেয়ে ১নং কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
মে ২৩, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন