নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি মধ্যপাড়া গ্রামের আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হবির দখলীয় জমি জাল দলিলের মাধ্যমে নিজেরদের দাবী করে একই গ্রামের ভূমিদস্যু মোঃ দুলাল, মোঃ মামুনুর রশিদ (বাবু), গোলাম রব্বানী গংরা উক্ত জমির ধান কেটে নেওয়ার পাঁয়তারা করে আসছে বলে জানা যায়। এ নিয়ে জামালপুর সদর থানায় আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হবি গত ০২ মে একটি সাধারণ ডায়েরী করেন, যার নং— ১০৭। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, কুটামনি মৌজার মধ্যে খতিয়ান নং— ৩১৯, দাগ নং— ২০৫১, শ্রেণি— নামা, জমির পরিমাণ— ০.৩৭৫০ একর জমিটি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হবির দখলীয় জমি। তিনি দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু ভূমিদস্যু মোঃ দুলাল প্রতারণা করে ভূয়া দলিলের মাধ্যমে ওই জমি নিজেদের দাবী করে আসছে। এ নিয়ে কেন্দুয়া ইউনিয়ন পরিষদে সালিশ বিচার হলে দলিলটি জাল বলে প্রমাণিত হয়। তার পর থেকেই জমিটি নিজেদের দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতারণা ও হুমকি ধামকি দিয়ে আসছে দুলাল গং। এছাড়া উক্ত জমিতে বর্তমানে বোরো ধান পেঁকে যাওয়ায় ধান কেটে নেওয়ারও পাঁয়তারা করে আসছে। এ বিষয়ে সাধারণ ডায়েরী তদন্ত কর্মকর্তা এসআই মুনছুর বলেন, থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য উভয় পক্ষকে বলেছি। দলিল যার জমির মালিকও সে। অভিযুক্ত দুলাল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন, অভিযোগ পেয়ে আমরা গ্রাম আদালতের মাধ্যমে উভয় পক্ষের জমির কাগজপত্র দেখে আলহাজ্ব হাবিবুর রহমানের পক্ষে রায় দিয়েছি। আশা করি সেই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে।
কুটামনি ভূমিদস্যু দুলালগংরা আলহাজ্ব হাবিবুর রহমান হবির দখলীয় জমির ধান কেটে নেওয়ার পাঁয়তারা
মে ০২, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন