মাদারগঞ্জে এম্পাওয়ারিং গার্লস থ্রু এডুকেশন (ইজিই) প্রকল্পের ক্লোজ আউট ও ফলাফল বিনিময় সেমিনার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জে এম্পাওয়ারিং গার্লস থ্রু এডুকেশন (ইজিই)প্রকল্পের ক্লোজ আউট এবং ফলাফল বিনিময় সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা খরকা হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলা,  বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামসাদ আরা রেবা, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পৌরসভার  প্যানেল মেয়র  (১) মোঃ শওকত আলী প্রমুখ।ফ্রেন্ডশিপ ও সেভ দ্য চিলড্রেন সুবিধা বঞ্চিত মেয়ে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা  সফলভাবে সমাপ্তি করণ ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে হেমপেল ফাউন্ডেশনের আর্থীক সহায়তা সেভ দ্য চিলড্রেন ফেন্ডশিপ ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এম্পাওয়ারিং গার্লস থ্রু এডকেশন ইজিই শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।লক্ষ্যিত মেয়ে শিক্ষার্থীদের বাংলা ইংরেজি  এবং গণিতে উন্নত ফলাফল অর্জনে সহায়তাকরণ মেয়ে শিশুদের  শিক্ষা সম্পর্কে মেয়ে শিক্ষার্থী বাবা মা এবং অভিভাবকদের ধারণার ইতিবাচক পরিবর্তন প্রকল্পের অর্জনসমুহ জাতীয় পর্যায়ে তুলে ধরা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। উল্লেখ্য প্রকল্পের আওতায় ২ জেলায় ১২০টি নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৫৩৬ জন মেয়ে শিক্ষার্থী লেখাপড়া ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জীবন দক্ষতার মানোন্নয়নে সুযোগ পাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)