কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে অবস্থিত চার সমাজের সমন্বয়ে গঠিত কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিরা হলেন দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল — সভাপতি, মোঃ মোরাদ আলী — সাধারণ সম্পাদক ও মোঃ আক্তারুজ্জামান — কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ—সভাপতি মোঃ শহিদুর রহমান, মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ জয়নাল আবেদীন, সহ—সাধারণ সম্পাদক মোঃ মুক্তা মিয়া, বেলাল উদ্দিন ও নেওয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল, মোঃ সোনা মিয়া, মোঃ এরশাদ ও মোঃ আলম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মোঃ শাহেদুল, মোঃ আব্দুল হালিম ও মোঃ জাকারিয়া, সাধারণ সদস্যরা হলেন যথাক্রমে : মোঃ রানা, রকি, বাপ্পী, রনি, রাজু, অপু, তপু, নাঈম, শান্ত, বিধান, কাউছার, বিপুল, সানি, সাদি, সিফাত, রাফে, সাইফুল, সাগর, আমিনুর, লায়ন, শাহীন, জয়নাল, হুমাউন, মিষ্টার, চন্চল, রুবেল, গনি, শামীম, শাহ্—আলী, সেলিম, সিয়াম, মোবারক, বিপ্লব, মোশারফ, মিজান, মোশারফ, তুফাজ্জল, মুনছব আলী, আয়নাল হক, রইজ উদ্দিন, মোঃ গুঠু মিয়া, লাল মিয়া, আব্বাস আলী, হিরা, বাহেছ আলী, আব্দুল মালেক, শুকুর আলী, আব্দুর করিম, রফিকুল ইসলাম, আফজাল, বাদশা, সাদ্দাম, আব্দুল মালেক, আবুল, খোরশেদ, সামিদুলসহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)