মাদারগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মাদারগঞ্জ প্রতিনিধি ।।
দুনিয়ার মজদুর এক হও এক হও এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষীণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে সভাপতি সরদার আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান প্রমূখ। এ সময় শ্রমিকলীগ, মাইক্রো কার পাকিং, ইলেট্রিশিয়ান ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)