দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর হতে ৮০০পিচ ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৮মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ আব্দুর রহিম, এস আই রায়হান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল ঘরের সামনে চেকপোস্ট বসিয়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলি বাস তল্লাশি করেন।
এসময় মোঃ সলিম (৪০), পিতাঃ মৃত্যুঃ আব্দুস সামাদ, গ্রামঃ পূর্ব কাওয়ারচর, পোঃ দাঁতভাঙ্গা, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রামকে ৮০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।
অপর পলাতক আসামী মোঃ মজনু মিয়া ( ৩৫) , পিতাঃ শহিবর আলী, গ্রামঃ বালিয়া মারি নয়াপাড়া, উপজেলাঃ রাজিবপুর , জেলাঃ কুড়িগ্রাম।
আসামিকে গ্রেফতার করে সানন্দবাড়ী পিআইসি’তে আনা হয়। ৯ মে মঙ্গলবার দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তথ্য নিশ্চিত করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন