নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ৮কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে ইউনিয়নের বেপারীপাড়া থেকে ওই দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলেন বেপারীপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (৩০) ও সোবাহান মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৩৫)। নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি মো. তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বেপারীপাড়ায় অভিযান চালাই। অভিযানে মাদক কারবারি সাবিনা আক্তার ও ঝর্ণা বেগমের ঘর তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে কয়েকটি প্যাকেটে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সুকৌশলে জামালপুরের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন