সানন্দবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সানন্দবাড়ী প্রতিনিধি ।।
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে আজ ১৩ এপ্রিল ২০২৩ ইং বৃহস্পতিবার ২১ শে রমজান সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চর আমখাওয়া ইউনিয়ন সভাপতি, মাওলানা মো: আক্তারুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব শাহ জিহাদী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, ক্বারী মো: আক্কাস আলী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মো: আব্দুর রহিম, ইনচার্জ, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, জনাব, আব্দুর রাকিব খান, ডি, এস, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, জনাব, মো: রশিদুল আলম শিকদার, সাধারন সম্পাদক, সানন্দবাড়ী প্রেসক্লাব।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব, মাওলানা মো: খলিলুর রহমান, জনাব, মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চর আমখাওয়া ইউনিয়ন শাখা। জনাব, মাওলানা মো: মাহমুদ শাহ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডাংধরা ইউনিয়ন শাখা।
হাফেজ মো: আব্দুল মমিন, সাধারণত সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন,দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, হাফেজ মুফতি  মো: সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, মাওলানা মো: মুনিযযামান সহ চর আমখাওয়া ইউনিয়নের আরও শতাধিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনার অংশ হিসাবে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস আত্ন-শুদ্ধির মাস এ মাসে সবাইকে নিজ নিজ পাপ মোচনের সুযোগ কাজে লাগাতে হবে। আর সবাইকে একতাবদ্ধ হয়ে দলের ভবিষ্যতের জন্য কাজ করতে হবে, দেশে ইসলামের শাসন কায়েমের মত মহৎ কাজে সবাইকে গর্বিত শরীক হতে হবে।
আলোচনা শেষে দেশের জন্য, সকল উপস্থিতি ও সকলের আত্নীয় স্বজনের জন্য দোয়া করা হয় এবং ইফতারের মাধ্যমে অত্র অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)