নান্দিনা বাজারে ঈদের মার্কেটে পকেটমারের উৎপাত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নান্দিনা  প্রতিনিধি  ।।

ঈদকে সামনে রেখে ঐতিহ্যবাহী জামালপুর সদরের নান্দিনা বাজারে পকেটমারের দৌরাত্ন্য বেড়েছে। ঈদে কেনাকাটা করতে আসা মহিলারা প্রায় প্রতিদিনই টাকা পয়সা খুয়াচ্ছেন। অনেকে সর্বশান্ত হয়ে পড়ছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নান্দিনা বাজারে ঈদুল ফিতরের কেনাকাটা জমে উঠেছে। বিশেষ করে তৈরী পোষাক ও বস্ত্রের দোকানগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং সন্ধার পর গভীর রাত পর্যন্ত কেনাকাটায় প্রচন্ড ভীড় লেগে থাকে। ভীড়ের মধ্যে এক শ্রেণীর অসৎ নারী পকেটমার ও পুরুষ পকেটমার সু—কৌশলে ক্রেতার সাথে মিশে পকেট থেকে বা ভ্যানিটি ব্যাগ থেকে টাকা পযসা চুরি করে পালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা রুকন, রিপন, নোমান বলেন রমজান মাস শুরু হতে যখন দোকানে বেচাকেনায় প্রচন্ড ভীড় লাগে তখন পকেটমারের দল ক্রেতাদের নিকট থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে পালায়।
গতকাল রোববার জনৈক মহিলা পূবালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে মার্কেটে প্রবেশ করতেই তার নাকে মুখে পানি ছিটিয়ে ওই ৪০ হাজার টাকা লুটে নিয়ে গেছে। এদিন এক মহিলা ক্রেতার নিকট থেকে কৌশলে পাঁচ হাজার টাকা কে বা কারা চুরি করে পালিয়েছে বলেও জানান ব্যবসায়ী রিপন মিয়া। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)