নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে ৩৫ বিজিবির উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) প্রশিক্ষণ মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ হতে দুস্থ অসহায় মানুষের মাঝে মাস ব্যাপী ইফতার বিতরণ করা হয়েছে। তার ধারাবাহিকতায় জামালপুর ব্যাটালিয়নের নিজস্ব আয়োজনে দুইশত জনের অধিক মানুষকে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।
ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী,সহকারী পরিচালক শামসুল আলম সহ অন্যান্য অফিসার বৃন্দ।
ইফতার বিতরনী শেষে বিজিবির অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিজিবি প্রত্যন্ত অঞ্চল দুস্থ মানুষ এর মাঝে রমজান মাস ইফতার বিতরণ করে আসছে। মানুষের সাথে ভাতৃত্ববোধ সৃষ্টিতে সব সময় সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন