কেন্দুয়ায় ঈদ উল ফিতর উপলক্ষে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বস্ত্র বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে গতকাল প্রায় শতাধিক শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। জানা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিঃ মোজাফফর হোসেনের সহযোগিতায় এবং সদর উপজেলার আওয়ামী মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটার তত্ত্বাবধানে কেন্দুয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা বেগম কেন্দুয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এই বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কৃষকলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক বিআরডিবি কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবক আলমগীর হোসেন শান্ত, জাহাঙ্গীর প্রমুখ। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক তিন বারের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, বর্তমান সরকার হতদরিদ্রদের জন্য সবসময় সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই ইউনিয়নের মাধ্যমে সামান্য উপহার আপনাদের মাঝে দেওয়া হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)