জামালপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী ।।
সারাদেশের ন্যায় জামালপুর সদর উপজেলার দক্ষিন অঞ্চলের এসএসসি সমমান পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পরীক্ষা শুরুর পর কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম রেজা। জানা যায়, ২০২৩ ইং সালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি বিদ্যালয়ের ৭৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ১৪৪ জন, কুটামনি উচ্চ বিদ্যালয়ে ১১৬ জন, নারিকেলী উচ্চ বিদ্যালয়ে ১২৯ জন, কামালখান হাট উচ্চ বিদ্যালয়ের ৫৩ জন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৮৯ জন, বিকেএসবি ৯৭ জন, রহিমা কাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১২৯ জন। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী ও বি কে এস বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার দে। হল সুপার হিসেবে রয়েছেন বাংলাদেশ উচ্চ বিদ্যায়ের সহকারী প্রধার শিক্ষক মোঃ সুমনুর করিম ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ। তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ৯টি বিদ্যালয়ে ৬৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে তুলসীপুর উচ্চ বিদ্যালয়, রশিদপুর উচ্চ বিদ্যালয়, পাকুল্যা উচ্চ বিদ্যালয়, খুপীবাড়ী এম এম উচ্চ বিদ্যালয়, তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা উচ্চ বিদ্যালয়, দড়িপাড়া রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, শ্রীপুর নাছুবা হাকিম বালিকা উচ্চ বিদ্যালয়, কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান চাঁন (বিএসসি)। হল সুপার হিসেবে দায়িত্বে রয়েছেন পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক। কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর পাঁচটি বিদ্যালয়ে ৩৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। বিদ্যালয়গুলো হলো কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পক্ষীমারী উচ্চ বিদ্যালয়, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে কেন্দ্রসচিবের দায়িত্বে রয়েছেন শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলায়মান কবির। হল সুপার হিসেবে রয়েছেন ওয়ালি উল্লাহ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী। এছাড়া পাকুল্যা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ বছর ১১টি মাদ্রাসার ৩১২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। কেন্দ্র সচিব হিসেবে রয়েছেন পাকুল্যা ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন বিআরডিবি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)