শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরে ৯ কেজি গাঁজা সহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ। ১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটার সময় শেরপুর পৌর শহরের মীরগঞ্জ নতুন বাস টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ মো.আব্দুল মালেক (৪৫) ও আব্দুল রাজ্জাক (৪০) নামে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানাগেছে , মো.আব্দুল মালেক (৪০) কুড়িগ্রাম সদর উপজেলার চর-ভগবত্তীপুর গ্রামের জৈনক মো.জমের শেখের ছেলে এবং মো.আব্দুর রাজ্জাক (৪০) একই গ্রামের জৈনক আমির হোসেনের ছেলে। এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বছির আহমেদ বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্ত:জেলা মাদক কারবারি চক্রের একদল মাদক কারবারি মাদক বহন করে নিয়ে যাচ্ছে সেই সুত্র ধরে ৯ কেজি গাঁজা সহ আব্দুল মালেক ও আব্দুল রাজ্জাক নামের দুই মাদক কারবারিকে মাদক সহ হাতে-নাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা রৌমারি বর্ডার হইতে গাঁজা নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। এ ঘটনায় আরও ১ জন পলাতক রয়েছে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন