সরিষাবাড়ী খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার কেজি চাল জব্দ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারির চেষ্টাকালে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার (১৬ এপ্রিল) রাতে সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে। একইদিন বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের চাল ব্যবসায়ী জয়েন আলীর বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে নাথেরপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে চাল ব্যবসায়ী জয়েন আলীর বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের (খাদ্যবান্ধব কর্মসূচি) চাল কালোবাজারিতে বিক্রির প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশ ওইবাড়িতে অভিযান চালায়। এসময় ১০০ বস্তায় তিন হাজার কেজি চাল জব্দ করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়েন আলীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করে। ঘটনার পর জয়েন আলী পলাতক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)