সানন্দবাড়িতে মোবাইল রাখার অপরাধে শিক্ষার্থী বহিষ্কার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ(৩০ এপ্রিল ) রবিবার উপজেলার সানন্দবাড়ী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে মোবাইল রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী সবুজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ মনজুরুল ইসলাম (রোল) নং ২৯৯৭৯৯।
জান যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় পরীক্ষার হলে ওই পরীক্ষার্থীকে স্মার্ট ফোনে কথা বলার সময় হাতেনাতে ধরেন।

পরে বিধিমোতাবেক কেন্দ্র সচিব তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষার হলে নকল/ মোবাইল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)