নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে ২০২২—২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেইজ প্রজেক্ট এনএটিপি—২ এর আওতায় সিআইজি কংগ্রেস গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর কৃষি সম্প্রসারণ উপ পরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপ পরিচালক ইমরুল কায়েস, উপজেলা ভাইস—চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি অফিসের অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রওশন আরা খাতুন। অনুষ্ঠানে সদর উপজেলার ১৫০ জন তালিকাবদ্ধ সদস্য উপস্থিত ছিলেন।
জামালপুরে কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
এপ্রিল ১০, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন