স.স.প্রতিদিন ডেস্ক ।।
করোনার কারণে এলোমেলো হয়ে গেছে শিক্ষাপঞ্জি। পিছিয়েছে এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা। তবে এবার সে ধাক্কা সামলে কিছুটা এগিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত।
প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২৩ মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। চলতি বছরের এ পরীক্ষায় বসছে পৌনে ২১ লাখ শিক্ষার্থী। এবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি অনুযায়ী। তবে এ বছরের পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতিটি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।
সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এর আগে গত বছর বন্যার কারণে পিছিয়ে এ পরীক্ষা শুরু হয় গত বছরের ১৫ সেপ্টেম্বর।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন সরকার বলেন, ‘পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজবে কান দেবেন না।’
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। গতবারের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন