মাদারগঞ্জ ব্যুরো প্রধান ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও সমসাদ আরা রেবা, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও বদরুল আলম সরদার, মডেল থানার এস আই ফারুক আহম্মেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোকাব্বির রহমান, প্রধান শিক্ষক আব্দুল হাই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার বাবলু, প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারী মোস্তাকিম মোহাম্মদসহ কয়েকজন প্রবাসী। অনুষ্ঠান সঞ্চালনায় ব্র্যাকের জামালপুর জেলা কো— অর্ডিনেটর মনির হোসেন। সহযোগীতায়— ব্র্যাক ও বাস্তবায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ,ইমাম ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশ ফেরত প্রবাসীদের উন্নয়নে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
মাদারগঞ্জ উপজেলায় অ্যাডভোকেসি কর্মশালা
এপ্রিল ১১, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন